দেশজুড়ে

পূর্বাচলে প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু, তিন জনের বিরুদ্ধে মামলা

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৪ , ৪:০৭:১৮ প্রিন্ট সংস্করণ

পূর্বাচলে প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু, তিন জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) শিক্ষার্থী মোহতাসিন মাসুদ (২২) প্রাইভেটকার চাপায় নিহতের ঘটনায় চালক  মুবিন আল মামুন, তার বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। দুর্ঘটনার পর তাদেরকে গ্রেফতার করে ডোপ টেস্টে পজেটিভ রিপোর্ট আসায় এ মামলা দায়ের করা হয়। ২১ডিসেম্বর শনিবার রাত পৌনে ১২টায় এএসআই মেহেদী হাসান বাদী হয়ে এ রূপগঞ্জ থানার এ মামলা দায়ের করেন। আসামীদের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ১৯ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টারদিকে বুয়েটের শিক্ষার্থী মোহতাসিন মাসুদ তার দুই সহপাঠী অমিত ও মেহেদীকে নিয়ে পূর্বাচল নীলা মার্কেট এলাকায় ঘুরতে আসে। রাত ৩ টারদিকে তারা ঢাকায় ফিরে যাওয়ার সময় বালু ব্রীজের সামনে নীলা মার্কেট এলাকার চেক পোস্টে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের গতিরোধ করে। এসময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার(ঢাকা মেট্টো গ- ৪৩-০৪৫১) চেকপোস্টের ব্যারিকেড ভেঙ্গে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটিকে চাপা দিলে দুর্ঘটনা ঘটে। পথচারীরা মোহতাসিন মাসুদকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অমিত ঢাকা মেডিকেলে ও মেহেদী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় নিহতের পিতা মাসুদ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। 

এ ঘটনায় রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার আব্দল্লাহ আল মামুনের ছেলে এ লেভেলের শিক্ষার্থী প্রাইভেটকার চালক মুবিন আল মামুন, তার বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করে। এসময় তাদের সঙ্গে থাকা বিদেশী একটি মদের বোতল ও একটি বিয়ার ক্যানসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃতরা মদ্যপানে ছিল এমন আশঙ্কায় তাদের ডোপ টেস্টের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবশেষে ডোপ টেস্টে মুবিন আল মামুন ও তার বন্ধু মিরাজুল করিমের পজেটিভ আসে বলে হাসপাতালের চিকিৎসক ডা. ফাতেমা সুলতানা জানিয়েছেন। 

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এএসআই মেহেদী হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুবিন আল মামুন ও মিরাজুলকে এবং মাদকদ্রব্য সরবরাহে সহায়তার অভিযোগে আসিফ চৌধুরীকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।