প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২০ , ৬:৫৪:৫৭ প্রিন্ট সংস্করণ
কক্সবাজার প্রতিনিধি : পেকুয়া উপজেলা আল-কোরআন ফাউন্ডেশনের সীরাত গবেষণা বিভাগ হতে প্রকাশিত ‘হৃদয়ের ক্যাম্পাসে’ মুুহাম্মদ (সা:) বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্টান বইটির সম্পাদক মুহাম্মদ আতিকুল ইসলাম এর সভাপতিত্বে মাও:আজিজুল হক মুনিরের সঞ্চালনায় অনুষ্টিত হয়। অনুষ্টান হাফেজ এনামুল হকের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে মুফতি জাবের হোছাইন’এর মোনাজাতের মাধ্যমে গত শুক্রবার দুপুর ২টায় ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্টান সম্পন্ন হয়। সভায় আমন্ত্রিত মেহমান টৈটং দারুল কোরআন মাদরাসার পরিচালক মুফতি জাবের হোছাইন কাছেমী, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জনাব মোহাম্মদ ফয়েজ উল্লাহ, পঁহরচাদা ফাজিল মাদরাসার বাংলা প্রফেসর হাবিবুল্লাহ মিছবাহ, সৌদি প্রবাসী নেজাম উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।