প্রতিনিধি ২৭ মে ২০২১ , ৭:০৯:২৫ প্রিন্ট সংস্করণ
চলতি মৌসুমে নওগাঁর পোরশায় গাছ থেকে আম নামানোর মাধ্যমে নিরাপদ আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার পোরশা ইসলামপুর আম বাগানে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা।
আম সংগ্রহের উদ্বোধন করে প্রধান অতিথি বলেন, এ উপজেলার আম অধিকতর মিষ্টি ও নিরাপদ। তিনি জানান, নওগাঁ জেলার মধ্যে এ উপজেলায় সবচেয়ে বেশি আম উৎপাদন হয়। এখানকার আম সারা দেশে ব্যাপক পরিচিতি আছে। চলতি মৌসুমে আম ব্যবসায়ীরা নির্বিঘেœ তাদের ব্যবসা চালাতে পারবেন এবং স্থানীয় প্রশাসন সার্বিক সহযোগীতা করবেন বলে আশ্বস্ত করেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম, উপজেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেসবা উদ্দিন, বারিন্দুল অনলাইন আম সরবরাহ সংস্থার পরিচালক আম ব্যাবসায়ী আবু সাইদ চৌধুরী, আম ব্যবসায়ী নুরুজ্জামান শাহ্সহ অন্যান্য আম ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।