ঢাকা

পোশাক শিল্পে অস্থিতিশীলের অভিযোগে আটক ১৬

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৪ , ৩:৪১:৩৯ প্রিন্ট সংস্করণ

পোশাক শিল্পে অস্থিতিশীলের অভিযোগে আটক ১৬

আশুলিয়ায় পোশাক শিল্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ১৬ জনকে আটক করেছেন যৌথবাহিনী। 

রোববার দুপুরে এ তথ্য জানান আশুলিয়া থানা পুলিশ। এরআগে শনিবার দিবাগত রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেন যৌথবাহিনী ও পুলিশ সদস্যরা। তবে আটককৃতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন ধরে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় বিশৃঙ্খলা করাসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সাথে জড়িত ছিলো। যৌথবাহিনীর চলমান অভিযানে তাদেরকে গ্রেফতারের পর রোববার আদালতে পাঠানো হয়েছে। কিছু দুর্বৃত্তরা শিল্পখাতকে অস্থিতিশীল করতে কারখানা ভাঙচুর ও শ্রমিকদের মারধরসহ নানা বিশৃঙ্খলা করে আসছিলো। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে শিল্পাঞ্চলে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।

আরও খবর

Sponsered content