প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৪ , ৬:৫৬:৪১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই যোগ্য নেতৃত্ব দ্বারা পরিচালিত হচ্ছে। যুবদলে নেতৃত্ব দানকারী নেতারাই এখন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। আজ থেকে ৪৬ বছর আগে ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুব ঐক্য প্রগতি মূলমন্ত্র নিয়ে গঠন করে ছিলেন জাতীয়তাবাদী যুবদল। আন্দোলন সংগ্রাম এবং দেশের উন্নয়ন সমৃদ্ধিতে যুবদল এক অবশ্যম্ভাবী যুবফোর্সে পরিণত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন ও ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সি. সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল করিম, সাহাবুদ্দিন হাসান বাবু, মোঃ মুছা, মিয়া মোঃ হারুন, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান, মোঃ আবু সুফিয়ান, অরূপ বড়ুয়া, মোঃ আলী সাকী, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, মোঃ হুমায়ুন কবির, ইকবাল পারভেজ, এরশাদ উল্লাহ, মোঃ এরশাদ হোসেন, দীপঙ্কর ভট্টাচার্য, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, শাহীন পাটোয়ারী, হেলাল হোসেন, বজল আহমদ, শাহেদুল ইসলাম প্রমূখ।
এদিন মেডিকেল ক্যাম্পে মহানগর যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইফতেখার মো. আদনান ও সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হাসানুল বান্না’র নেতৃত্বে ১৫জন বিশেষজ্ঞ চিকিৎসক ৩শ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।