প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৪ , ৪:১৬:৩৩ প্রিন্ট সংস্করণ
বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়ানো ও সহযোগিতার লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এম জে এল বাংলাদেশ পিএলসি ২৫ লাখ টাকার অনুদান প্রদান করেছে।
ভারি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সারা দেশের বন্যা কবলিত ১১ জেলায় ৫০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই দুর্বিষহ জীবনযাপন করা বিপুল সংখ্যক বন্যার্তদের সহায়তা করাই এই অনুদানের উদ্দেশ্য।