চট্টগ্রাম

প্রাইম ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম মামুন গ্রেপ্তার

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:২৮:২০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

বাংলাদেশ ফাইন্যান্স নামক একটি লিজিং কোম্পানী থেকে ঋণ নিয়ে তা পরিশোধে গড়িমসি ও নানা টালবাহানার অভিযোগে উক্ত কোম্পানী কর্তৃক দায়েরকৃত মামলায় প্রাইম ডিস্ট্রিবিউশন নামক একটি কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম মামুনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম বন্দর থানা পুলিশ। শনিবার (৪ ফেব্রæয়ারী) চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া রাশেদুল আলম মামুন ও তার ভাই মইনুল আলম সায়মন বাংলাদেশ ফাইন্যান্স থেকে ৫ কোটি টাকা হাউস লোন সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ২ হাজার ৭৬৮ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেন। কিন্তু ঋণের টাকা পরিশোধ না করেই প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে দায়বদ্ধ ফ্ল্যাটটি গোপনে অন্যত্র হস্তান্তর করার চুক্তি করে। পরবর্তীতে বিষয়টি বাংলাদেশ ফাইন্যান্সের নজরে আসলে প্রতিষ্ঠানটি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাশেদুল আলম মামুন ও তার ভাই মইনুল আলম সায়মনের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেন। আদালতের আদেশে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ৩কোটি টাকার ফ্ল্যাট লোনের একটি প্রতারণা মামলায় আসামী মোহাম্মদ রাশেদুল আলম মামুনের নামে ওয়ারেন্ট থাকায় আমারা তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি।

আরও খবর

Sponsered content