প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৪ , ৭:৫৮:৪৪ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।
সোমবার সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।জনপ্রতিনিধিরা হলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন মুহুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন এবং নাজিরহাট পৌরসভার মেয়র এ কে জাহেদ চৌধুরী।
সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনায় সরকার জনস্বার্থে যেকোনো সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করতে পারে এবং সেখানে প্রশাসক নিয়োগ দিতে পারে।
এই আইন অনুযায়ী, অপসারিত জনপ্রতিনিধিদের স্থলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরীকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ইউএনও মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, তিনি তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে বদ্ধপরিকর এবং এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।