চট্টগ্রাম

ফটিকছড়ির মাইজভান্ডার দরবারে লাখো মুসল্লীর ঢল; সৈয়দ শফিউল বশরের খোজরোজ পালিত

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:৫৮:৩১ প্রিন্ট সংস্করণ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত এশিয়া বিখ্যাত আধ্যাত্মিক সাধনার অন্যতম প্রাণকেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফে শাহসূফি মাওলানা সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর (কঃ)’র ১০৪তম খোশরোজ গত ২০ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে আশেকানে মাইজভান্ডারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত সোমবার দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ-ক্বিয়ামসহ নানা কর্মসূচী পালিত হয়। এ দিন বিকেলে মাইজভান্ডার শাহী ময়দানে কোরআন-সুন্নাহর মাহফিল, মিলাদ ও জিকির শেষে বিশ্বের সকল উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসূফী মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী।

এ সময় তিনি বলেন, কোরআন-সুন্নাহর আলোকে সকলকে জীবন গড়তে হবে। নামাজ পড়তে হবে, হালাল উপার্জন করতে হবে। মাইজভান্ডারী দর্শন হচ্ছে ঐশী প্রেমবাদ ও মানবতাবাদী দর্শন। এ দর্শনে রয়েছে সবার উপরে মানুষ। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করাই মাইজভান্ডারী মহাত্মাদের জীবন সাধনার মূল লক্ষ্য। মোনাজাতে সৈয়দ নুরুল বশর মাইজভান্ডারী, আশেকানে মাইজভান্ডারী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীনসহ লাখো ভক্তবৃন্দ অংশ নেন। এ সময় আমীন আমীন ধ্বনিতে মাইজভান্ডার শরীফসহ আশপাশের এলাকা প্রকম্পিত হয় উঠে।

আরও খবর

Sponsered content

Powered by