চট্টগ্রাম

ফুটপাত দখলমুক্ত করতে মেয়রের অভিযান

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৩ , ৬:২২:৩৮ প্রিন্ট সংস্করণ

ফুটপাত দখলমুক্ত করতে মেয়রের অভিযান

চট্টগ্রামের ফটিকছড়ি বিবিরহাট বাজারের ফুটপাত। দখলমুক্ত করতে পৌর মেয়র ইসমাইল হোসেন অভিযান শুরু করেছেন।

বুধবার (৪অক্টোবর) বিকেল তিনি বাজারের প্রধান সড়কগুলো ঘুরে ঘুরে সকল পর্যায়ের ব্যবসায়ীদের ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন। এসময় বাজারের সাধারণে চলাচলের পথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে মাইকিং করেন। 

এসময় কাউন্সিলর ও সাংবাদিক রফিকুল আলম চৌধুরী, আবদুল্লাহ চৌধুরী, জহির উদ্দীন বাবর, জসিম উদ্দীন, গোলাপ মওলা গোলাপ, ফিরোজা বেগম, সেলিনা বেগম, রোকেয়া বেগম ও বণিক সমিতির সভাপতি এসএম সোলায়মান, সাধারণ সম্পাদক বেলাল উদ্দীনসহ সমিতির নেতৃবৃন্দ এবং বাজার ইজারাদার উপস্হিত ছিলেন।

জানতে চাইলে মেয়র ইসমাইল বলেন, যত্র-তত্র গাড়ি পার্কিংসহ অনিয়মের কারণে ভোগান্তিতে পড়ছে সাধারণ ক্রেতারা। বাজার পরিস্কার রাখা ও অবৈধ দখল মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। একই সাথে স্ব – স্ব ব্যবসা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

আরও খবর

Sponsered content