প্রতিনিধি ১০ আগস্ট ২০২৪ , ৭:২৮:৩৬ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রামভদ্রপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়ীতে হামলা, ভাঙ্গচুরসহ মটরসাইকেল অগ্নিসংযোগ।
৯ (আগস্ট) বিকালে উপজেলার রামভদ্রপুর গ্রামের সাবেক মেম্বার জয়নাল আবেদিন এর সাথে দির্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো একই গ্রামের আনিসুর রহমানের সাথে। তাদের এই বিষয় নিয়ে ইতিপুর্বেই আদালতে মামলাও চলমান রয়েছে। বর্তমান সরকার পরিবর্তনের কারনে আইনশৃঙ্খলা অবনতি হয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আনিসুর রহমান তার সহযোগীদের সাথে নিয়ে সাবেক মেম্বার জয়নাল আবেদিনের বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাপত্র ভাঙ্গচুর,গাছ কেটে ফেলা এবং একটি মটরসাইকেলে ভাঙ্গচুর করে অগ্নিসংযোগ করে।
স্থানীয়রা বিষয়টি তৎক্ষতাৎ নিকটতম সেনাবাহিনীকে খবর দিলে সেনাবাহিনীর তিনটি গাড়ী ঘটনাস্থলে এসে সব কিছু নিয়ন্ত্রন করেন এবং ভাঙ্গচুরকারিদের ধরে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেন। বর্তমানে মারভদ্রপুর গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। ভুক্তভোগিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।