রংপুর

ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৪ , ৩:৪৯:০৭ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক এর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, বিদ্যালয়ের পুকুর ও জমির ইজারার টাকা আত্মসাৎ, বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও নারী নিয়ে বিদ্যালয়ে ফুর্তির অভিযোগ এনে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগণ।

(২৭ আগস্ট) মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ের মুল গেটে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেন এসময় শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক তোজাম্মেল হক এর পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল বরাবর লিখিত অভিযোগ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল তদন্ত করে ব্যবস্থা নেওয়া আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদের ক্লাসে ফিরে যান।

আরও খবর

Sponsered content