রংপুর

ফুলবাড়ীতে বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

  প্রতিনিধি ১৫ মে ২০২৪ , ৬:০০:২৯ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ীতে বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে ১ হাজার ৪ শত ৪৪ টন ধান ও ৭ হাজার ২ শত ৭৩ টন চাল সগ্রহের লক্ষ্যে ফুলবাড়ী এলএসডি গোডাউনে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।

১৫মে বুধবার বিকেল ৩টায় ফুলবাড়ী এলএসডি গোডাউনে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য সংগ্রহ ও মনিটরিং অফিসার মীর মো. আল কামাহ তমাল।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোঃ শফিকুল ইসলাম, ওসি এলএসডি মাহামুদ মোঃ ইমরান, প্রাণ অ্যাগ্রো বিজনেস লিমিটেড রাঙ্গামাটি ফুলবাড়ী এর জেনারেল ম্যানেজার বি,এস,এল পিএবিএল মো. জাকারিয়া হোসেন,আমিন রাইস মিল ইন্ডাস্ট্রিজ এর স্বত্বাধিকারী মো. রুহুল আমিন, চালকল মালিক সমিতির সভাপতি মো. সামসুল মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। পৌর এলাকার কৃষক মো. হারুন রশিদ দেয়া ১টন ধান নিয়ে ধান সংগ্রহ উদ্বোধন করা হয়।

আরও খবর

Sponsered content