রংপুর

ফুলবাড়ীতে মন্দিরের জমি  দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৩৪:৩৪ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ীতে মন্দিরের জমি  দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দিনাজপুরের ফুলবাড়ীতে কেন্দ্রীয় কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্বারকলিপি প্রদান করেন কালী মন্দির কমিটির নেতৃবৃন্দ।  

(২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামাকালী মন্দির কমিটির সভাপতি শ্রী জয় প্রকাশ গুপ্ত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর শ্রী হারান দত্ত এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কালী মন্দির কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল এর নিকট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্বারকলিপি প্রদান করেন।

স্বারকলিপি সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ২ নং আলাদিপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর মৌজায় ২৮৯/১৭৫ ও ৬৫৫/৫৯৮ নং দাগে ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দিরের নামে প্রাপ্ত ২.৩৬ একর জমি ২২২৯ নং দলিল মূলে মন্দির কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবত চাষাবাদের মাধ্যমে ভোগদখল করে আসছে। কিছুদিন আগে আকষ্মিকভাবে উপজেলার ২ নং আলাদিপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে মোঃ আমিনুল ইসলাম তার ভাড়াটিয়া অন্তত ২০০ (দুইশত) লাঠিয়াল বাহিনী লাঠিসোটা সহ মন্দিরের উল্লেখিত জমি দখল করে। খবর পেয়ে মন্দির কর্তৃপক্ষ জমিতে গেলে জবরদখলকারী আমিনুল এবং তার ভাড়াটিয়া লোকজন জোরকরে জমি থেকে বের করে দেয় ও অকথ্যভাষায় গালিগালাজ করে এবং হুমকী প্রদান করে। দীর্ঘদিন থেকে আমিনুল ইসলাম একটি জাল দলিল করে মন্দিরের জমি জোর দখলের অপচেষ্টা আসছিল। তার জাল দলিলের বিরুদ্ধে গত ০৪/০১/২০১৯ সালে মহামান্য হাইকোট বিভাগে একটি মামলা দায়ের করা হয় যার নং ৮৩/১৯ পিজে। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। ৫ আগষ্ট পরবর্তী সুযোগকে কাজে লাগিয়ে সে জমিটা দখল করে নিয়েছে। এই ভূমিদস্যু আমিনুল ইসলামের নিকট হতে মন্দিরের জমি উদ্ধারে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা কামনা করেন।

মানববন্ধন ও স্বারকলিপি প্রদানে মন্দির কমিটি নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content