প্রতিনিধি ৪ আগস্ট ২০২৪ , ৩:৫১:৫৭ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের ফুলবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবির মিছিল থেকে বেরিয়ে আসা এক অংশ আন্দোলনকারীর হামলায় ফুলবাড়ী আওয়ামীলীগ অফিস ভাঙ্গচুর। একজন আহত।
(৪ আগষ্ট) রবিবার সকাল ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে স্থানীয় নিমতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকামোড় হয়ে পুনরায় নিমতলা মোড়ে এসে অবস্থান কর্মসূচী পালন করেন। সেখান থাকা ছাত্রদের একাংশ বেরিয়ে এসে স্থানীয় মন্ত্রী মার্কেটে থাকা আওয়ামীলীগের অফিস লক্ষ করে ইট পাটকেল ছুড়তে থাকে।
এসময় সেখানে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংক ও অগ্রনী ব্যাংকের সাইনবোর্ড ভেঙ্গে যায় এবং আওয়ামী লীগের অফিসের ঢেল ঢুকে একজন নেতার মাথায় লাগলে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অপর দিকে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবির অবস্থান কর্মসুচি প্রায় ৩ ঘন্টার চলার পর নেতারা শেষ করেন।