রংপুর

ফুলবাড়ী লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ এর চ্যাম্পিয়ন হ্যাপি গার্মেন্টস

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৪ , ৫:৫১:৫৩ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ী লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ এর চ্যাম্পিয়ন হ্যাপি গার্মেন্টস

দিনাজপুরের ফুলবাড়ী লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলায় জিরো সেভেন টাইটেলসকে ৫ উইকেটে হারিয়ে হ্যাপি গার্মেন্টস ক্রিকেট দল চ্যাম্পিয়ন হাওয়া গৌরব অর্জন করেন।

গত ২২ ডিসেম্বর ২০২৩ সালে ১০টি দল নিয়ে শুভ উদ্বোধন হওয়া লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ ফাইনাল খেলা ২০ এপ্রিল শনিবার বিকাল ৩টায় ফুলবাড়ী সরকারি কলেজে মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

এসময় লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ এর আয়োজক কমিটির সভাপতি অমিত সরকার,সাবেক কাউন্সিলর নুরুজ্জামান, হ্যাপি গার্মেন্ট এর মালিক রোমান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় টস জিতে ফিল্ডি নেন হ্যাপি গার্মেন্টস প্রথম ইনিংসে জিরো সেভেন টাইটেলস ১৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে ১৩.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রানের সংগ্রহ করে হ্যাপি গার্মেন্টস চ্যাম্পিয়ন হন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আরও খবর

Sponsered content