প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২২ , ৯:৩৯:৫৮ প্রিন্ট সংস্করণ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী ৫নং খয়েরবাড়ী উইনিয় পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ৭ শত ৫০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১০টায় উপজেলার খয়েবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে খয়েরবাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। এসময় খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোষ্ঠো মহন চৌধুরী, ইউপি সচিব মোহাম্মদ আলীসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।