বাংলাদেশ

ফেনীতে বন্যাদুর্গতদের পাশে জামায়াতের আমীর

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২৪ , ৫:২৪:৪২ প্রিন্ট সংস্করণ

ফেনীতে বন্যাদুর্গতদের পাশে জামায়াতের আমীর
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পানিতে দেশের দক্ষিণাঞ্চলের জেলা ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন লাখো মানুষ। প্রাকৃতিক বিপর্যয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন।

বন্যার্ত জেলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে ফেনীর বন্যা। ভারীবর্ষণ এবং পার্শ্ববর্তী দেশ থেকে ধেয়ে আসা পানিতে আকষ্মিক বন্যায় তলিয়ে যায় জেলার বিভিন্ন অঞ্চল। ডুবে যাওয়া ফেনীর এসব অঞ্চল পরিদর্শন করতে বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে ফেনীতে যান জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি সদর উপজেলায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে মানু্‌ষের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজ-খবর নেন।

এছাড়া শফিকুর রহমান বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন এবং তাদের মাঝে ফুড প্যাকেট উপহার ও আর্থিক সহযোগিতা দেন।

জামায়াতের আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মু. ফখরুদ্দিন মানিক এবং জামায়াত নেতা মেজবাহ উদ্দিন সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় শফিকুর রহমান সমাজের সকল শ্রেণি-পেশার মানুষদের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content