চট্টগ্রাম

ফেনীতে সুষ্ঠ ভোটের দাবীতে ইউপির চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসের সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২২ , ৭:১২:৪৫ প্রিন্ট সংস্করণ

ফেনী প্রতিনিধি: ফেনীর লেমুয়া ইউপিতে সুষ্ঠ ভোট গ্রহনের দাবীতে আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ফেরদৌস কোরাইশীর সংবাদ সংম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১ টায় শহরের ফেনী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস কোরাইশী নির্বাচনে তার অনুসারী নেতা–কর্মীদের মারধর হয়রানিসহ প্রচার প্রচারণায় বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস কোরাইশী আরো অভিযোগ করেন, আগামী ৫জানুয়ারি ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়ত নৌকার প্রার্থী মোশারফ হোসেন নাসিম এলাকায় একক প্রভাব বিস্তার করছেন। এছাড়া তার কর্মীসমর্থকদের মারধর,হুমকি ধামকি এবং প্রচারনার ব্যানার পোষ্টার ছিড়ে ফেলছেন।
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করতে নৌকার প্রার্থীর লোকজন তার বাড়ীতে গিয়ে গালিগালাজ করছেন বলেও অভিযোগে করেন তিনি। এতে তিনি পরিবার পরিজন সহ আতংকে জীবন যাপন করছেন।

সংবাদ সম্মেলনে নিজের ও নেতা–কর্মীদের নিরাপত্তা চেয়ে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস কোরাইশী।

নির্বাচন সুষ্ঠ করতে গত ২৭ ডিসেম্বর নির্বাচন কমিশন সহ জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি তিনি।
নির্বাচন সুষ্ঠু করতে সাংবাদিকদের মাধ্যমে আবারো প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আরও খবর

Sponsered content