ময়মনসিংহ

বকশীগঞ্জে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

  প্রতিনিধি ২২ জুন ২০২৪ , ৬:৩৮:২৭ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে হাজেরা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জুন) ৩ টার দিকে বাট্রাজোর ইউনিয়নের চন্দ্রাবাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত হাজেরা বেগম বাট্রাজোর বীরগাও গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের স্ত্রী।

জানা যায়, হাজেরা বেগম শ্রীরবর্দী উপজেলার গারামারা এলাকা আত্মীয়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে চন্দ্রাবাজ এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত চাকায় ওড়না জড়িয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মোহাম্মদ আজিজুল হক।

বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সাহা বলেন, এই বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content