ময়মনসিংহ

বকশীগঞ্জে শিকলে বাঁধা পুরুষের লাশ উদ্ধার

  প্রতিনিধি ২৪ জুন ২০২৪ , ৫:৫০:২১ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে শিকলে বাঁধা পুরুষের লাশ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে শিকলে বাঁধা অবস্থায় মো. রুবেল মিয়া (৩৭) নামে এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের কুলুপাড়া মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত্যু মো. রুবেল মিয়া (৩৭) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের মো. জবেদ আলী ও মমতাজ বেগমের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়,বকশীগঞ্জ বাট্টাজোড় ইউনিয়নের কুলুপাড়া মোড় এলাকা একপায়ে শিকল বাঁধা অবস্থায় একটি অজ্ঞাত লাশ দেখতে পান এলাকাবাসী।

পরে তারা বকশীগঞ্জ থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন,রুবেল মিয়ার পরিচয় নিশ্চিত হওয়া গেছে,তার পরিবারের লোকজন জানিয়েছেন তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content