ময়মনসিংহ

বকশীগঞ্জে শিশুদের কোভিট-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২২ , ৬:২১:৩৭ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুুর)প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে উপজেলায় শিশুরা ভয়কে জয় করে টিকা নিয়েছে। ৫-১১ বছর বয়সের পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কোভিট-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা।

মঙ্গরবার (৮ নভেম্বর) সকালে বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন,বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরি সেন, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই মোঃ রমজান আলী উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মোহাম্মদ আজিজুল হক বলেন, শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কমিউনিটি টিকা শিশুদের দেওয়া হবে। এই টিকার দুই ডোজ আট সপ্তাহের ব্যবধানে নিতে হয়। প্রথমে শিশুদের স্কুলকেন্দ্রিক টিকাদান শুরু হবে। পরবর্তীকালে তা কমিউনিটি পর্যায়ে দেওয়া হবে।ইতোমধ্যেই সুরক্ষা ওয়েব পোর্টালের মাধ্যমে এসব শিশুদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই ক্ষেত্রে শিশুদের ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের পর করোনা টিকা কার্ড প্রদর্শন করে নিকটস্থ স্কুল ভ্যাক্সিনেশন সেন্টার ও পরবর্তী সময়ে কমিউনিটি পর্যায়ে (স্কুলবহির্ভূত শিশু) নিকটস্থ কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।

আরও খবর

Sponsered content