মতিন,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে হাজী ফাউন্ডেশন উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৫ এপ্রিল) পৌর শহরের নূর মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব মুহূর্তে দেশ-জাতির কল্যাণ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন নূর মসজিদের ইমাম হাফেজ মোঃ বেলাল আহম্মেদ ।এসময় বক্তব্য রাখেন হাজী ফাউন্ডেশনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী,শুভেচ্ছা বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা হাজী ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন ফুয়াদ। গোলাম মোস্তুফার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,হাজী ফাউন্ডেশনের জেলা সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আলহাজ্ব এ,কে শফিকুল ইসলাস,জেলা সদরের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মানিক সওদাগর,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামন হিটলার, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।