প্রতিনিধি ২২ মে ২০২৪ , ৬:১৫:১৬ প্রিন্ট সংস্করণ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম সাত্তার ঘোড়া প্রতীকে ২৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রউফ তালুকদার মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৮০৯ ভোট। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মো. শাহজালাল টিউবওয়েল প্রতীকে ৩০ হাজার ১৮০ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জহুরা বেগম হাঁস প্রতীকে ৩০ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে বকশীগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অহনা জিন্নাত বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
বকশীগঞ্জ উপজেলা পরিষদের টানা চার বারের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারকে ১ হাজার ২৭ ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হলেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের ছোট ভাই আলহাজ নজরুল ইসলাম সাত্তার।
তিনি উপজেলার নিলাখিয়া ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান ছিলেন। উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দীতার জন্য তিনি ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে প্রার্থী হয়েছিলেন।উপজেলার ৫৩ টি কেন্দ্রে কোথাও তেমন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।