প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২০ , ৭:১৩:০৪ প্রিন্ট সংস্করণ
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খান গোলাম মোস্তফা।
শনিবার সকাল সাড়ে ১০ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ডাঃ লিয়াকত হোসেন তপন।
এরপর পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শেষে নবনিযুক্ত অধ্যক্ষ সকলকে নিয়ে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল সদস্যের রূহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ প্রাণঘাতী করোনা থেকে দ্রুত মুক্তি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মইন উদ্দিন আহমেদ, গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক (পিডি) সোহেল উল্লাহ, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিক্ষক ও বিএমএ-গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ হুমায়ুন কবীর, শিক্ষক ডাঃ সুভাষ চন্দ্র ভাদুড়ী, ডাঃ আলী নূর, ডাঃ পঙ্কজ মোহন্ত, ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ, ডাঃ তপন কুমার মন্ডল, ডাঃ পরেশ চন্দ্র হাওলাদার, ডাঃ আকরামুজ্জামান, ডাঃ মাহবুবুর রহমান। এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার এস.এম.সাকিবুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ জসিম উদ্দিন, ইউনিসেফ এর জেলা পুষ্টি সমন্বায়ক নাজনীন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খান গোলাম মোস্তফা বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।