রংপুর

বঙ্গবন্ধু কুড়িগ্রাম জেলা ফুটবল লীগের ফাইনাল

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২১ , ৭:০৮:০১ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম প্রতিনিধি :

বঙ্গবন্ধু কুড়িগ্রাম জেলা ফুটবল লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় জারা স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইএসএস স্পোর্টিং ক্লাব। আসরে দৃষ্টিনন্দন খেলা উপহার দিয়ে সর্ব্বোচ্চ ৮টি গোল করে সেরা খেলোয়াড় হন এক হাত বিহিন প্রতিবন্ধী খেলোয়াড় আল আমিন।

শুক্রবার বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানষ দাস ধলু।

 

 

আরও খবর

Sponsered content