প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৪ , ৩:৫৭:৩২ প্রিন্ট সংস্করণ
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাখা’র উদ্যোগে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। শেরপুরের স্মরনকালের ভয়াবহ বন্যায় উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য “প্রশাখা” কর্তৃক ঢেউটিন, সিমেন্ট এর খুটি প্রদান করছে।
এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান , রাস্তা-ঘাট সংস্কার এবং গরীব রোগীদের নগদ অর্থ প্রদান অব্যাহত রেখেছে। সংগঠনটির সদস্যদের বিশেষ চাঁদা, অনুদান এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া অনুদানের মাধ্যমে এ পুনর্বাসন কার্যক্রম চলছে বলে জানা গেছে।
প্রশাখা’র কাছ থেকে এ প্রতিনিধি আরো জানতে পারেন , ২০০৬ সালে প্রতিষ্ঠিত এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এ সংগঠনটি ঝিনাইগাতীতে শিক্ষামূলক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রোগ প্রতিরোধ ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সচেতন করে আসছে।