বরিশাল

বরগুনার পাথরঘাটায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২১ , ১১:৩০:১৬ প্রিন্ট সংস্করণ

 

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় জেসমিন সুলতানা (২৮) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পাথরঘাটা পৌরশহরের তিন নম্বর ওয়ার্ডের টেংরা সড়ক সংলগ্ন আইউব আলী খান এর বাড়ির পূর্ব পাশে জেসমিন সুলতানার স্বামীর বসত ঘরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী আবুল বাশার পালাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার উপপরিদর্শক মোহাম্মদ আবু জাফর। তবে স্থানীয়রা ধারণা করছেন তার স্বামী আবুল বাশার তাকে শ্বাস রোধ করে হত্যা করেছে।

জেসমিন সুলতানা পাথরঘাটা পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সুলতান খানের মেয়ে। তার স্বামী – আবুল বাশার খান উপজেলার গর্জনবুনিয়া এলাকার মৃত রশিদ খানের ছেলে।

পাথরঘাটা থানা পুলিশ থেকে জানা যায়, রাতে ঘুমানোর সময় জেসমিন সুলতানার সাথে তার স্বামী আবুল বাশারের ঝগড়া হয়। রাত আড়াইটার দিকে আবুল বাশার তার শ্যালক রফিকুল ইসলামকে ফোন দিয়ে জানায় তার বোন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়ে পালিয়ে যায়।

সুলতানার চাচাতো ভাই জাকির হোসেন ভোরের দর্পনকে জানান, আবুল বাশার তার শ্বশুরের জমিতে ঘর উঠিয়ে বসবাস করে আসছিল। তাদের রবিউল ইসলাম নামে এগারো বছরের এক ছেলে সন্তান রয়েছে। সুলতানার দীর্ঘদিন ধরে দ্বিতীয় সন্তান না আসায় তাকে ঢাকা গিয়ে ডাক্তার দেখানোর কথা বললে আবুল বাশার তার স্ত্রীকে টাকার জন্য চাপ দেয়। এ নিয়ে রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। আবুল বাশার পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল ড্রাইভার।

পাথরঘাটা থানার উপপরিদর্শক মোহাম্মদ আবু জাফর ভোরের দর্পণকে জানান, ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। লাশ পুলিশ হেফাজতে ময়নাতদন্তের পাঠানো হয়েছে।