ঢাকা

বশেমুরবিপ্রবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৪ , ৬:২২:২১ প্রিন্ট সংস্করণ

বশেমুরবিপ্রবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান মহোদয়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাপ্তাহিক (১৭ থেকে ২১ নভেম্বর ২০২৪) পদক্ষেপ ও উদ্যোগের হালনাগাদ তথ্য।

১. ১৮ নভেম্বর ২০২৪, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক নথিপত্রের সর্বোচ্চ গোপনীয় রক্ষায় সকল কর্মকর্তা-কর্মচারীকে চাকুরি ও শৃঙ্খলাবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন। 

২. ১৯ নভেম্বর ২০২৪, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থ ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় প্রক্টরিয়াল বডি পুনর্গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

৩. ২০ নভেম্বর ২০২৪, শিক্ষকদের পারস্পরিক মেলবন্ধন গড়ে তোলার মাধ্যমে সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ

সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক পরিবারের আয়োজনে   ‘সম্প্রীতির শিক্ষক পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।

৪. ২১ নভেম্বর ২০২৪, সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে অর্জিত সম্পদ বিবরণী নির্দিষ্ট ফরম পূরণ পূর্বক

সিলগালা করে ৩০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে জমা দেয়ার নির্দেশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও খবর

Sponsered content