চট্টগ্রাম

বাঁশখালীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:০৫:২৭ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা যুব বিভাগের আয়োজনে ওয়ার্ড ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার সরকারি আলাওল কলেজ হলরুমে যুব বিভাগের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়।

উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাছের, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ, দক্ষিণ জেলা যুব বিভাগীয় দায়িত্বশীল ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জি.এম সাইফুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা শহিদ উল্লাহ, পৌরসভা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ আবু তৈয়ব।

এ সময় ২০২৫-২৬ সেশনের জন্য খোরশেদ আলী চৌধুরীকে সভাপতি ও মুহাম্মদ জসিম উদ্দিনকে সেক্রেটারী করে ১৯ সদস্য বিশিষ্ট উপজেলা যুব বিভাগের কমিটি ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল।

সম্মেলনে বক্তারা যুবসমাজকে ন্যায়বিচার, উন্নয়ন এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় বাঁশখালী উপজেলা জামায়াত যুব বিভাগের নবগঠিত কমিটির সদস্যসহ বিভিন্ন ইউনিয়নের  শত শত কর্মী, দায়িত্বশীল অংশগ্রহণ করেন। পরে আগত অতিথিবৃন্দ নবগঠিত কমিটিকে স্বাগত জানান।

আরও খবর

Sponsered content