চট্টগ্রাম

বাঁশখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২৪ , ৭:৩৯:৫৭ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

বাঁশখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করে যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ব্যতীত পণ্য বিপণন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার অলি মিয়ার দোকান, টাইম বাজার ও চাম্বল বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্যদ্রব্যসমূহ বিনষ্ট করা হয়। 

জানা যায়, বিএসটিআই আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় অলি মিয়ার দোকানের একতা বেকারির মালিক মুছা মিয়াকে ১০ হাজার, শীলকূপের বেকারি মালিক মো. মিজানকে দশ হাজার এবং চাম্বলের মো. ইয়াছিনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানান, অভিযানে জরিমানার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্যদ্রব্যসমূহ বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content