চট্টগ্রাম

বাঁশখালীতে মাংস প্রক্রিয়াজাত বিষয়ক কর্মশালা সম্পন্ন

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৪ , ৪:২০:৫১ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে মাংস প্রক্রিয়াজাত বিষয়ক কর্মশালা সম্পন্ন

চট্রগ্রামের বাঁশখালীতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাত কারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা উপজেলা প্রাণীসম্পদ ও ভেটরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণীসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আতিয়ার রহমান।

প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহজাদা মোহাম্মদ জুলকারনাইন এর সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে বিশেষ অতিথির আলোচনা করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আলমগীর, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল  সাইন্সেস বিশ্ববিদ্যালয় ফার্মাকোলজী বিভাগের অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দীন।

এ সময় ২৫ জন প্রশিক্ষনার্থী নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাত ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content