প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:১৮:৩৮ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বাঁশখালীর আঞ্চলিক সড়কের (প্রধান সড়ক) নাপোড়া বাজারের দক্ষিণে বেপরোয়া ডাম্পারের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক মো. আবু তাহের (৪০) মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) দয়াল চন্দ্র ভৌমিক।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল আড়াই ঘটিকার সময় বাঁশখালী প্রধান সড়কের নাপোড়া ব্রিজের দক্ষিণে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের উপজেলার শেখেরখীল ইউনিয়নের নাপোড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের শামসুল আলমের পুত্র।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, ‘অটোরিকশা চালক আবু তাহের তার নিজের রিকশা নিয়ে পুঁইছড়ির দিকে যাচ্ছেন। উল্টো দিক থেকে দ্রুত গতির একটি ডাম্পারের ধাক্কায় রিকশাটি ধুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় আবু তাহের এর মাথায় প্রচন্ড আঘাত লাগে, বাম পা ভেঙে চায়। সে ঘটনাস্থলে মারা যায়।’
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘অটোরিকশা-ডাম্পার মুখোমুখী সংঘর্ষে আবু তাহের নামে এক রিকশাচালক নিহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা মর্গে নিয়ে আসেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।’