চট্টগ্রাম

বাঁশখালী বায়তুশ শরফ কমপ্লেক্স’র অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৪ , ৫:২৯:৫৯ প্রিন্ট সংস্করণ

বাঁশখালী বায়তুশ শরফ কমপ্লেক্স'র অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

বাঁশখালী বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালিত মসজিদ, মাদরাসা, হেফজখানা ও এতিমখানার পরিচালনা কমিটির দায়িত্বে থাকা সভাপতি মুহাম্মদ আমান উল্লাহ সিকদার ও সেক্রেটারী মুহাম্মদ শাহাব উদ্দিন এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ ব্যাপক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ এনে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বাঁশখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদ পরিচালনা কমিটির প্রচার সম্পাদক মাস্টার আক্কাস রহমান সহ অপরাপর সদস্যরা।

এ সময় লিখিত বক্তব্যে তারা জানান, ঐতিহ্যবাহী  বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালিত মসজিদ, মাদরাসা, হেফজখানা ও এতিমখানার কমিটির দায়িত্বে থাকা পলাতক সভাপতি ও সেক্রেটারী বিগত ২০১৮ সাল থেকে অদ্যবধি পর্যন্ত (৭ বছর) প্রতিষ্ঠানগুলো একাধারে তাদের প্রভাব বিস্তারের মাধ্যমে পরিচালনা করে আসছে। তাদের দায়িত্বকালীন সময় থেকে প্রতিষ্ঠানের নামে কালেকশন করা চাঁদা ও দেশ বিদেশ থেকে পাঠানো লক্ষ লক্ষ টাকা উক্ত কমিটির ফান্ডে জমা হলেও কোনো রকম হিসাব না দিয়ে লুটপাট করেছে। বিগত সরকারের আমলে থেকে ক্ষমতার অপব্যবহার করে তারা মসজিদ মাদরাসা সহ এতিমের হক লুণ্ঠন করে আসছে। ইতিপূর্বে তাদের নিকট বেশ কয়েকবার উক্ত কমিটির অন্যান্য সদস্য সহ এলাকাবাসী হিসাব নিকাশ চাইলে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। আমাদের জানাশুনা ও দেখা মতে উক্ত প্রতিষ্ঠানের যাবতীয় খরচ বাদ দিয়ে প্রায় ২০ লক্ষ টাকার অধিক আত্মসাৎ করেছে তারা।’

এ সময় তারা আরো অভিযোগ করে বলেন, ‘উক্ত প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব নিকাশের বহিঃ ও ব্যাংক হিসাবের লেনদেন সংক্রান্ত হিসাব অভিযুক্ত ব্যক্তিগণের নিকট রক্ষিত আছে। সাম্প্রতিক সময় দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তারা কোন প্রকার তদারকি না করে যেনতেনভাবে কমিটি পরিচালনা করে যাচ্ছে। বর্তমানে তারা পলাতক রয়েছে। যার ফলে মসজিদ-মাদরাসার কার্যক্রম ব্যাহত হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিগণের উক্তরূপ কর্মকান্ডে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।আত্মসাৎকৃত টাকা উদ্ধার করে প্রতিষ্ঠান পরিচালনায় সহযোগিতার অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির যুগ্ন-সম্পাদক মাওলানা আহমদ শফি, শিক্ষা সম্পাদক মুহাম্মদ মাস্টার কামাল হোসেন, প্রচার সম্পাদক মাস্টার আক্কাস রহমান, মসজিদের খতিব মৌলানা আমির আহমদ, জাহেদ উল্লাহ, রাকিবুল ইসলাম, সাকিব, আনিছ, মৌলানা ইসমাইল, মুহাম্মদ বাবু সহ এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও খবর

Sponsered content