প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২০ , ৬:৫১:৫৮ প্রিন্ট সংস্করণ
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলাধীন বাকতা ইউনিয়নের কালানাজানি ময়াহাজারী বাড়ী পাঞ্জেগানার সংস্কারের জন্য ময়মনসিংহ জেলা পরিষদ থেকে ৩লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০১৯-২০ অর্থ বছরের প্রাপ্ত বরাদ্দ হতে পাঞ্জেগানার টিনের চৌচালা ঘর সংস্কার সমাপ্ত হলে বুধবার দুপুরে পাঞ্জেগানায় ফিতা কেটে উদ্বোধন করেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহŸায়ক প্রভাষক ফারজানা শারমিন বিউটি। এরপর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উদ্বোধকালে উপস্থিত ছিলেন বাকতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখন, বাকতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুঞ্জুরুল হক মুঞ্জু, সাধারণ সম্পাদক সোহেল, আ’লীগ নেতা আব্দুস ছালাম বিএ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক, ছাত্রলীগ নেতা চঞ্চল, সংরক্ষিত ইউপি সদস্য মাজেদা খাতুন, পাঞ্জেগানা পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।