রাজশাহী

বাগাতিপাড়ায় খরায় ঝরে পড়ছে আমের গুটি

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৩ , ৫:৩৯:৪০ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় প্রচন্ড খরা ও দাবদাহে ঝরে পড়ছে আমের গুটি। টানা কয়েক দিনের মধ্যে প্রচÐ দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন স্থানে ঝরে পড়ছে আমের গুটি। ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। গালিমপুর গ্রামের কৃষক আজব আলী, রজব আলী ও মখলেছ উদ্দিনসহ অনেকে বলেন, প্রথমে বাগানে আমের মুকুল ভালোই ছিল।

পরির্চযা করায় সেগুলো টিকেও গিয়েছিলো। কিন্তু বর্তমানে প্রচন্ড খরায় আস্তে আস্তে গুটি ঝরে পড়ছে। তারা বলেন, যদি এভাবে আম ঝরে পড়তে থাকে তাহলে আমাদের বিরাট ক্ষতির মুখে পড়তে হবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় বলেন, বাগাতিপাড়ায় এবার ১২২৫ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। অতিরিক্ত খরার কারণে আমের গুটি ঝরে যাচ্ছে। আমরা আম চাষিদের গাছের গোড়ায় সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি। তবে খরার কারণে পানির স্তর নিচে নেমে গেছে এজন্য পানিও পাওয়া যাচ্ছে না। এদিকে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকের মুখে শোনা গেছে জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি পেতে গুনতে হচ্ছে আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি টাকা।

Powered by