দেশজুড়ে

বাগেরহাটে বাস টার্মিন অবৈধ দখলের প্রতিযোগী সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৪ , ৩:১২:২২ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে বাস টার্মিন অবৈধ দখলের প্রতিযোগী সংবাদ সম্মেলন

বাগেরহাটে বাস টার্মিনাল অবৈধভাবে দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আবুল কাশেম সেলিম ভূঁইয়া। 

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাগেরহাট আমতলা ৫ মিনিবাস কোর প্রবাস শ্রমিক ইউনিয়ন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্ত জেলা বাস,মিনিবাস, কোর্স ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম ভুইয়া তার লিখিত বক্তব্য বলেন, আমি সবসময় সকল পেশার মানুষের পাশে দাঁড়িয়েছি। শ্রমিকদের সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করিয়াছি। তাই শ্রমিকদের কথা চিন্তা করিয়া শ্রমিকদের পাশে সর্বাত্মক সহযোগিতা করার জন্য শ্রমিকদের উদ্যোগে আমি এবং আমার সাধারণ সম্পাদক বাগেরহাট আন্তজেলা মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন কমিশন নিয়োগ করিয়া ১৩ সদস্য বিশিষ্ট কমিটি বিনাপ্রতি তে নির্বাচিত হইয়া শ্রম অধিদপ্তরে জমা দেই।

পরবর্তীতে সাইফুল ইসলাম ওর শামীম খান ও তের সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি করিয়া কমিটি ট্রেড ইউনিয়নের জমা প্রদান করেন। কিন্তু ট্রেড ইউনিয়ন উনাদের ওই কমিটিটি নিয়ম অনুযায়ী বৈধ না হওয়ায় পুনরায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি জমা প্রদান করেন। কিন্তু ওই কমিটি ট্রেড ইউনিয়নের আইনের আওতায় না পড়ায় কমিটি পুনরায় ফেক প্রদান করেন এবং শ্রম অধিদপ্তর খুলনা মহাপরিচালক সাহেব সুপারিশ প্রাপ্ত করেন।

শামীম খান ও মো. সাইফুল ইসলাম দলের দুঃসময়ে পাশে না থেকে বর্তমানে বাগেরহাট বাস টার্মিনাল অবৈধভাবে দখল করিয়া গাড়ি থেকে টাকা উত্তোলন দিতেছেন বৈধ নয়। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কার্যকরী সভাপতি মোজাফফর হোসেন মোজাম, লাইন সম্পাদক আজিম ভূঁইয়া, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক সাইদুর রহমান, মাহাদি হাসান সহ শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা। 

আরও খবর

Sponsered content