প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৪ , ৬:৪৪:৩৪ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটে পালিত হলো বিশ্ব হাত ধোঁয়া দিবস। এই উপলক্ষে মঙ্গলবার(১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র্্য।লী।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমদ কামরুল হাসান মঙ্গলবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম ,জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন , জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ প্রকৌশলী
উপ-সহকারী প্রকৌশলী(এস্টিমেট) তারেক আজিজ, সদর উপ সহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি স্যানিটেশন দিয়ে হাত ধুয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।