দেশজুড়ে

বাগেরহাটে বীমা সম্পর্কিত পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:৪২:৩৪ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে বীমা সম্পর্কিত পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা পর্যায়ে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সম্পর্কিত পরামর্শ ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. রফিকুল ইসলাম।

অ্যাওসেড’র উদ্যোগে কেয়ার বাংলাদেশের সহযোগিতায়  মঙ্গলবার( ২৫ ফেব্রুয়ারি) সকালে উদয়ন বাংলাদেশের হলরুমে (সি ডি আর এফ আই) প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সম্পর্কিত পরামর্শ ও মতবিনিময় সভা ম্যাপ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলা ম্যাপ কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে  শুভেচ্ছা বক্তব্য ও ম্যাপ কনসালটিং শেয়ারিং সভার উদ্দেশ্য সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন সি,ডি,আরএফআই  অ্যাওসেডের প্রকল্প ব্যবস্থাপক হেলেনা খাতুন। সেন্টার ফর ক্লাইমেট জাস্টিস বাংলাদেশ কেয়ার বাংলাদেশে অর্থায়নে ও আর্থসামাজিক উন্নয়ন সংস্থা অ্যাওসেডের সহায়তায় ম্যাপ কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কোঅর্ডিনেটর( CDRFI) হিমাদ্রি শেখর মন্ডল। 

জলবাযু পরিবর্তনের দায় আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চল বিশেষ করে বাগেরহাট ও সাতক্ষীরা জেলার উপকুলিয়া অঞ্চলের জলবায়ু ঝুঁকি ক্ষয়ক্ষতি এবং জাতীয় আন্তর্জাতিক নীতি নির্ধারণের কথা বিবেচনা করে দুর্যোগ  ঝুঁকি অর্থায়নে সুযোগ গুলি অনুসন্ধান করা হয়েছে, এ বিষয়ে জলবায়ু অর্থায়নে এবং বীমা জলবায়ু পরিবর্তন অভিযোজন ও বিদ্যমান চর্চা এবং জলবায়ু প্রশমন প্রক্রিয়ার সাথে একটি জন জরিপ করেছে সংগঠনটি এ বিষয়ে আলোচনা করেন অ্যাওসেড এর লানিং এড এ্যাডভোকেসী অফিসার এস কে বাহালুল আলম।

জেলা পর্যায় জলবায়ু দুর্যোগ ও বীমা সম্পর্কিত পরামর্শ ও মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান ,সাবেক সভাপতি বাবুল সরদার ,আহসানুল করিম, ম্যাপ কমিটির যুগ্ন আহবায়ক আলি আকবর টুটুল ,বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন,  ম্যাপ কমিটির সদস্য এস কে হাসিব  প্রমুখ।

আরও খবর

Sponsered content