দেশজুড়ে

বাগেরহাটে যুবদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২৪ , ৭:৩২:১১ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে যুবদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

বাগেরহাটে স্বৈরাচারি আওয়ামীলীগ সরকারের পতনকে সামনে রেখে বাগেরহাট জেলা যুবদলের আয়োজনে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকালে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে যুবদলের একটি আনন্দ মিছিল বাগেরহাট নওয়াপাড়া মোড় থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে বাগেরহাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নুর মসজিদ মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ শমি বাদসা, হিন্দু, বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি প্রদিপ বসু শন্তু,তাতীদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান, জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংস্থার জেলা সদস্য সচিব নার্গিস আক্তার লুনা, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম রাসেল, জিয়া মঞ্চের আহবায়ক এ্যাডভোকেট ইমরান শিকদারসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় নেতারা বলেন,আমাদের দেশে বর্তমানে এক অস্থির অবস্থা বিরাজ করছে। আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আমাদের সতর্ক থাকতে হবে বলেও জানান নেতারা।

আরও খবর

Sponsered content