দেশজুড়ে

বাগেরহাটে সরকারের বিভিন্ন কমিটিতে যুবদের অন্তর্ভূক্তির দাবীতে সংলাপ

  প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৪ , ৬:০৬:৪৭ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে সরকারের বিভিন্ন কমিটিতে যুবদের অন্তর্ভূক্তির দাবীতে সংলাপ

বাগেরহাটে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার নিশ্চিত, অনলাইন নিরাপত্তা, লিঙ্গভিক্তিক সহিংসতা, জেনডার সংবেদনশীল জনসেবা, জলবায়ু সহনশীল টেকশই কৃষি এবং সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে একসাথে কাজ করতে এবং সরকারের বিদ্যমান বিভিন্ন কমিটিতে যুবদের অন্তর্ভূক্তির দাবীতে  সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

এ্যাক্টিভিস্টা বাগেরহাট ও  রামপালের আয়োজনে ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের সহযোগিতায় বাঁধন মানব উন্নয়ন সংস্থার ইয়ুথ ফেলো তানজিলা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. মো. নিশাত রায়হান,  যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, বাগেরহাট সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল মোকররম মো. ফজলে এলাহী, জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার এফোরটি প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহাগ হাওলাদার, একশন এইড বাংলাদেশের ইন্সপাইরেটর  সিদরাতুল মুনতাহা, প্রজেক্ট অফিসার সানি জোবায়ের, এ্যাক্টিভিস্তা সদস্যবৃন্দ, বাঁধনের বিভিন্ন ইয়ুথ গ্রুপের অর্ধশতাধিক যুব প্রতিনিধিরা  উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যুব প্রতিনিধি ও সমমনা সংগঠনের নেতৃবৃন্দরা যুব উন্নয়ন অধিদপ্তর , সমাজসেবা  অধিদপ্তরের কাছে সংগঠন হিসাবে  নিবন্ধন পাওয়ার বিষয়ে প্রক্রিয়া সম্পর্কে জানতে চায় এবং সকলে একযোগে সমাজের উন্নয়নে যে কোন কাজ একসাথে করবে বলে সভায় সবাই প্রতিশ্রুতি দেয় । পরে যুব, সমাজসোবা ও মহিলা অধিদপ্তরের কর্মকর্তারা সকল যুবকদের পাশে থেকে এবং তাদের বিভিন্ন লিগ্যাল কমিটিতে যুবদের অন্তর্ভূক্তি নিশ্চিত করে একযোগে কাজ করবে বলে সবাই প্রতিশ্রতি দেয়।

আরও খবর

Sponsered content