দেশজুড়ে

বান্দরবানে জাতীয় স্থানীয় সরকার দিবস পাালন

  বান্দরবান জেলা প্রতিনিধি: ৭ সেপ্টেম্বর ২০২৩ , ৪:১৩:১২ প্রিন্ট সংস্করণ

বান্দরবানে জাতীয় স্থানীয় সরকার দিবস পাালন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা এবং জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।স্থানীয় সরকারের প্রতিষ্ঠান গুলো এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে উপজেলার বিভিন্ন উন্নয়নে আরো বেশি কার্যকরী ভূমিকা রাখা যাবে।সাত উপজেলা চেয়ারম্যানের এলাকার উন্নয়ন একই রকম নয়,একেক উপজেলা চেয়ারম্যানের কাজের ক্ষেত্র ও পরিকল্পনা ভিন্ন।

তবে উচিত হবে সংশ্লিষ্ট বিভাগের সাথে আরো বেশি সমন্বয় বৃদ্ধি করে কৌশলে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড গুলোকে আরো এগিয়ে নেয়া।জাতীয় স্থানীয় সরকার দিবসে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। 

বান্দরবানে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন ২০২৩ উপলক্ষ্যে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ৭ই সেপ্টেম্বর সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন স্থানীয় সরকার এর উপ-পরিচালক এস এম মনজুরুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহ আলম,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, আসিফ রায়হান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাজীব কুমার বিশ্বাস,সদর উপজেলা চেয়ারম্যান, এ কে এম জাহাঙ্গীর।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়রের প্রতিনিধি, বান্দরবান জেলার সকল উপজেলার চেয়ারম্যান,ও ইউপি সদস্য বৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by