চট্টগ্রাম

বান্দরবানে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টিসিবি পণ্য বিক্রি উদ্বোধন

  প্রতিনিধি ২৩ জুন ২০২২ , ৫:৩৩:২৩ প্রিন্ট সংস্করণ

টিসিবির পন্য তুলে দিচ্ছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী।

বান্দরবান জেলা প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বান্দরবান জেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুন) দুপুরে এই কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

এসময় তিনি কয়েকজন ক্রেতাকে টিসিবির পণ্য হাতে তুলে দেন। উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমানসহ টিসিবির ডিলার ও সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।এদিন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বান্দরবান পৌরসভার ১,২,৪ নং ওয়ার্ড এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে পণ্য বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান জানান,পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার ০৭ উপজেলার মোট ৩৬,৭৬৫ জন কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবি’র পণ্য বিক্রয় করা হবে। কার্ডধারীরা প্রতি মাসে একবার ৪০৫ টাকা দিয়ে ১ কেজি চিনি, ২ কেজি ডাল এবং ২লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

তিনি আরও জানান, টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমটি বান্দরবান জেলা প্রশাসন সরাসরি মাঠ পর্যায়ে তদারকি করবে।

আরও খবর

Sponsered content

Powered by