চট্টগ্রাম

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৩ , ৫:১৪:০৩ প্রিন্ট সংস্করণ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবানে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
“জেন্ডার সমতাই শক্তি:নারী ও কন্যা শিশুর মুক্ত উচ্চারণের হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যের আলোকে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস এর বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার ১১ই জুলাই সকালে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে হতে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়,র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে অরুন সারকি টাউন হলে এসে শেষ হয়।
র‍্যালী পরবর্তী অরুন সারকি টাউন হলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা.অংচালু এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার বিশেষ শাখা মোঃ ছালাহ উদ্দিন,উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক, একেএম আসাদুজ্জামান,ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ নয়ন সালাউদ্দীন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিস্ট্রিক্ট কনসালটেন্ট,এফপিসিএস,কিউআইটি, ডাঃ মোঃ নুরুস সাফা।
আলোচনা সভায় জেলা সদর সহ সকল উপজেলায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ হতে জনসংখ্যা রোধে নানামুখী  গৃহীত কার্যক্রম সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে।
বর্তমান সরকার দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করেছে বলেই দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে,দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নিত হয়েছে যার একমাত্র অবদান বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ রাস্ট্র পরিচালনা ও দুরদর্শি নেতৃত্বের কারনে।
পরে জেলা,উপজেলা,ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা বিভাগের সেবা প্রদানে মাট পর্যায়ে শ্রেষ্ঠ স্বাস্থ্য কর্মীদের মাঝে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।