চট্টগ্রাম

বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলন ১৩ই অক্টোবর

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২২ , ৪:৩৬:১৭ প্রিন্ট সংস্করণ

বান্দরবান জেলা প্রতিনিধি:

গত ৩০শে সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়,সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক প্রেস বার্তায় জানানো হয় আগামী ১৩ই অক্টোবর বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়েছে।

বান্দরবান জেলা ছাত্রলীগ সুত্রে জানানো হয়, আগামী ১৩ই অক্টোবর বৃহস্পতিবার জেলার রাজার মাঠে দুপুর ২ টায় বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনী সুশীলের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা আওয়ামী লীগ এর সভাপতি ক্যা শৈ হ্লা সহ জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, কেন্দ্রীয় ছাত্রলীগের নিতি নির্ধারণী ফোরামের অনেক নেতার। নানা গুঞ্জন, আলোচনা সমালোচনার দীর্ঘ ৭ বছরেরো অধিক সময় পর বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইতিমধ্যে জেলা ছাত্রলীগ সম্মেলন কে ঘিরে আনন্দ উত্তেজনা বিরাজ করছে ছাত্রলীগ তৃণমূল নেতাকর্মীদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পছন্দের ছাত্র নেতাদের এবারের সম্মেলনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দেখতে চাই বলে চলছে শুভেচ্ছা বার্তার ঝড়।

সম্মেলন উপলক্ষে গত ২৪শে সেপ্টেম্বর বর্তমান জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ ও সাধারণ সম্পাদক জনি সুশীল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সম্মেলন প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করা হয়েছে। সুত্রে জানানো হয়, সম্মেলনকে সফল করতে সম্মেলন প্রস্তুতি কমিটি সহ ৬ টি উপকমিটিতে একজন আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এর সমন্বয়ে যাবতীয় প্রস্তুতি গ্রহন করেছে বান্দরবান জেলা ছাত্রলীগ।

গত ২৯শে সেপ্টেম্বর হতে পদ প্রত্যাশিরা তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এবং ০২ অক্টোবর সন্ধ্যা ৭ টার মধ্যে মনোনয়ন পত্র জমা দেয়া শেষ হবে।

এতে সভাপতি পদে ৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ১২ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by