চট্টগ্রাম

বায়েজিদের তিন সন্ত্রাসী গ্রেপ্তারের ঘটনায় সিএমপির প্রেস ব্রিফিং

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৫ , ৬:৩৫:৩৪ প্রিন্ট সংস্করণ

বায়েজিদের তিন সন্ত্রাসী গ্রেপ্তারের ঘটনায় সিএমপির প্রেস ব্রিফিং

চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানায় গুলি অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া তিন দুর্ধর্ষ সন্ত্রাসীকে নিয়ে প্রেস ব্রিফিং করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (৩ মার্চ) দুপুরে দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিন সন্ত্রাসীর বিস্তারিত তুলে ধরেন নগর পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার আমিনুল ইসলাম। গ্রেপ্তার হওয়া তিন সন্ত্রাসী হলেন মোহাম্মদ মিল্লাত (২৪), মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম (২০) এবং মোঃ রুবেল (২৬)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার হওয়া তিনজনের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড পিস্তলের গুলি, দুইটি পিস্তলের ম্যাগাজিন, একটি হাসুয়া, একটি ছুরি, দুইটি কেচি, পাঁচটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক, ১১০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।। তারা বায়েজীদের আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রুপের প্রতিদ্বন্ধী। চাঁদাবাজির আধিপত্য নিয়ে তাদের মধ্যে পুরনো দ্বন্ধ রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গতকাল সাজ্জাদের উপস্থিত থাকার সম্ভাবনা ছিল। সেজন্য মোট ১৬ জনের শক্ত অভিযানিক টিম আমরা গঠন করেছিলাম। সন্ত্রাসীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্ধ সংঘাত রয়েছে। সাজ্জাদের সাথেও মিজানে গ্রুপের এরকম দ্বন্ধ ছিল। আমরা অভিযান চালানোর পর মিজান সেখান থেকে পালিয়ে যায়।

গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে নগরের বায়েজিদ বোস্তামি থানায় অস্ত্র ও মাদক আইনসহ পৃথক তিনটি মামলা করা হয়েছে।

আরও খবর

Sponsered content