প্রতিনিধি ২৭ মে ২০২৪ , ৬:০১:৫০ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেওয়াল ধসে পড়ে সাইফুল ইসলাম রিদোয়ান নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর চন্দ্রনগর আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। পথ দিয়ে হেটে যাওয়ার সময় নিহত ঐ পথচারীর গায়ের উপর দেওয়াল ধসে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার ওসি সনজয় কুমার সিনহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেছে থানা পুলিশ। হেটে যাওয়ার সময় ঐ পথচারীর গায়ে এটি মাদ্রাসার নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে পড়ে। নিহত পথচারীর নাম সাইফুল ইসলাম রিদুয়ান। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।