প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৩৫:৩৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান পরিচালনা করে মো. ফারুক ওরফে তারেক (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থানার কুয়াইশ নতুন রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারী) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
আসামি ফারুক চট্টগ্রামের রাউজান উপজেলার সওদাগর পাড়া লাম্বুরহাট এলাকার মৃত নুরুল আলমের ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রামের রাউজান, নগরের কোতোয়ালি ও মুন্সিগঞ্জের গজারিয়া থানায় চুরি, ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতিসহ মোট ৫টি মামলা রয়েছে।
র্যাব জানায়, আসামি ফারুক গ্রেপ্তার এড়াতে ৩ বছর ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।