প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৪ , ৫:১৬:১২ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন মোড় এলাকা থেকে মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মো. নুর নবী প্রকাশ নয়নকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। নূর নবী (৪১) হাটহাজারীর ধলই এলাকার মৃত মফজল আহমেদের ছেলে।
র্যাব জানায়, ঢাকার আশুলিয়া থানার মাদক মামলায় ১০ বছরের কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নূর নবী নগরের অক্সিজেন মোড় এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, পলাতক আসামি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে নিজ এলাকা ছেড়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।