রাজধানী

বায়ুদূষণ বেড়েছে ১৭ শতাংশ

  প্রতিনিধি ২০ মার্চ ২০২১ , ৬:২৭:০৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

 

২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ঢাকা শহরে বায়ু দূষণ ১৭ শতাংশ বেড়েছে। সংবেদনশীল এলাকায় গড় মান ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ০ দশমিক৮ শতাংশ কমেছে।

 

আজ শনিবার (২০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ‌‘ঢাকা শহরের ৭০টি স্থানে বায়ুদূষণের মাত্রার পরিমাণ’ শীর্ষক ক্যাপসের বৈজ্ঞানিক ফল প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। সংবাদ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

 

রিপোর্টে বলা হয়, ঢাকায় সবচেয়ে বেশি দূষিত এলাকা এলিফেন্ট রোড এবং সবচেয়ে কম দূষণ মোহাম্মদপুরের তাজমহল রোড।

 

এ ছাড়াও সবচেয়ে বেশি দূষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে-নিউমার্কেটের মেইন গেট ও তেজগাঁও শিল্প এলাকা।

 

সবচেয়ে কম দূষিত এলাকাগুলো হচ্ছে- আগারগাঁও শিশু হাসপাতাল, পল্লবীর ডি ব্লক।

সংবাদ সম্মেলনে বলা হয়, পর্যবেক্ষণে দেখা গেছে, ঢাকার বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা ২ দশমিক ৫ এর পরিমাণ তুলনামূলক বেশি। এটি সাধারণ জীবাশ্ম জ্বালানি বা যানবাহন, শিল্পকারখানা ও বর্জ্য পোড়ানো থেকে সৃষ্টি হয়। তবে নির্মাণ কাজ থেকে সৃষ্ট ধুলাবালি রাস্তার গাড়ির চাকার সঙ্গে সংঘর্ষের ফলে অতি ক্ষুদ্র ধূলিকণায় রূপান্তরিত হতে পারে।

 

 

আরও খবর

Sponsered content